সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৫, ২০২১
০৯:০০ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৫, ২০২১
০৯:০০ অপরাহ্ন
বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে আজ, বৃহস্পতিবার গ্রিসের মুখোমুখি স্পেন। নভেম্বরে তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচে স্পেনীয়রা দুরন্ত ৬-০ জয় পেয়েছিল জার্মানির বিরুদ্ধে। হ্যাটট্রিক করেছিলেন ম্যাঞ্চেস্টার সিটির তরুণ উইঙ্গার ফেরান তোরেস। স্পেন বনাম গ্রিস দেখা হয়েছে ১০ বার। সাত বারই জিতেছে স্পেন।
আজ যোগ্যতা অর্জনের অন্য ম্যাচে ইতালির সামনে উত্তর আয়ারল্যান্ড। ২০১১-র পরে এই দু’দেশ মুখোমুখি হয়নি। শেষবার ইতালিই ৩-০ জিতেছিল।
আইসল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে কিছুটা এগিয়ে থেকে শুরু করবে জার্মানি। ম্যানেজার ওয়াকিম লো জানেন, স্পেনের কাছে সেই হারের লজ্জা কাটিয়ে উঠতে প্রথম তিনটি ম্যাচেই তাঁকে জিততে হবে।
ইংল্যান্ড মুখোমুখি হবে হাঙ্গেরির। ইংল্যান্ডকে চিন্তায় রাখবে নেশনস লিগে নিজেদের মাঠে ডেনমার্কের কাছে হারটা। তবে হাঙ্গেরির বিরুদ্ধে অতীতে সব ম্যাচেই ইংরেজরা জিতেছে।
এএন/০৪