সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৭, ২০২১
১১:১০ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৭, ২০২১
১১:১০ অপরাহ্ন
২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের শুরুটা দারুণ করেছে গতবার মূলপর্বে সুযোগ না পাওয়া ইতালি। শুভ সূচনা করেছে জার্মানি ও ইংল্যান্ডও। নিজেদের মাঠে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়েছে রবের্তো মানচিনির দল ইতালি। আইসল্যান্ডকে হারিয়েছে জার্মানরা। সান মারিনোর মাঠে রীতিমতো গোল উৎসব করেছে ইংলিশরা।
'সি' গ্রুপের ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইতালি। 'জে' গ্রুপের ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে জার্মানি। আর 'আই' গ্রুপের ম্যাচে ৫-০ গোলে সান মারিনোকে হারায় ইংল্যান্ড।
একই দিনে 'সি' গ্রুপের অপর ম্যাচে স্বাগতিক বুলগেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। 'জে' গ্রুপের অপর ম্যাচে রোমানিয়া ৩-২ গোলে হারিয়েছে নর্থ মেসিডোনিয়াকে। 'আই' গ্রুপের আরেক ম্যাচে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্র করেছে পোল্যান্ড ও হাঙ্গেরি।
এএন/০৩