সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০২, ২০২১
০২:১৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২১
০২:১৪ পূর্বাহ্ন
বিশ্বকাপ বাছাইপর্বে আগের ম্যাচের ব্যর্থতা ভুলে জয় তুলে নিলো পর্তুগাল। লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়েছে রোনালদো বাহিনী। যদিও আগে গোল হজম করে পর্তুগাল। ৩০ মিনিটে রদ্রিগেসের হেডে এগিয়ে যায় লুক্সেমবার্গ। তবে, ম্যাচে ফিরতে খুব একটা সময় নেয়নি অতিথিরা। খেলার প্রথমার্ধের শেষ মুহুর্তে পর্তুগিজদের সমতায় ফেরান দিয়াগো জতা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্বক হয়ে ওঠে রোনালদো বাহিনী। জাতীয় দলের হয়ে ১০৩ নম্বর গোলে পর্তুগালকে লিড এনে দেন রোনালদো। শেষদিকে জোয়াও পালিনহার গোলে স্কোরলাইন ৩-১। এ জয়ের ফলে 'এ' গ্রুপের শীর্ষে উঠে পর্তুগাল।
আরেক ম্যাচে এইডেন হ্যাজার্ড, রোমেলো লুকাকু ছাড়াই বেলারুশের জালে গুনে গুনে আটবার বল পাঠিয়েছে বেলজিয়াম। দু'টি করে গোল করেন হান্স ভারাকেন আর লেনদ্রো ট্রোসার্ডের, বাকি চার গোল চারজনের।
বেলজিয়ামের মতো নেদারল্যান্ডসের কাছে দুই হালি গোল হজম করতে হয়নি জিব্রাল্টাকে।। মেমফিস ডিপাইয়ের জোড়া গোলের সাথে স্টিভেন, ডি ইয়ং, জর্জিনিয়ো, মালিন আর ভ্যান ডি বিকের স্কোরে ৭-০ গোলের বড় জয় পেয়েছে ডাচরা।
এএন/০৪