মেসিডোনিয়ায় ধরাশায়ী চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০২, ২০২১
০২:১৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২১
০২:১৮ পূর্বাহ্ন



মেসিডোনিয়ায় ধরাশায়ী চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা

 

২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের মাঠে অঘটনের শিকার হয়েছে জার্মানি। বুধবার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-১ গোলের স্মরণীয় জয় পেয়েছে উত্তর মেসিডোনিয়া।

বিশ্বকাপ বাছাইয়ে গত প্রায় ২০ বছরে এটি জার্মানদের প্রথম হার। শূন্য হাতে মাঠ ছাড়ার সবশেষ অভিজ্ঞতা তাদের হয়েছিল ২০০১ সালে। সেবারও নিজেদের মাটিতে ধরাশায়ী হয়েছিল তারা। ইংল্যান্ড তাদের গুঁড়িয়ে দিয়েছিল ৫-১ গোলে। এরপর বিশ্বকাপ বাছাইয়ে টানা ৩৫ ম্যাচে অপরাজিত ছিল জার্মানি। এর মধ্যে শেষ ১৮ ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়েছিল দলটি।

এই হারে ‘জে’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে নেমে গেছে জার্মানি। ৩ ম্যাচে তাদের অর্জন ৬ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে আছে উত্তর মেসিডোনিয়া। ৩ ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্মেনিয়া।

এএন/০৫