সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৬, ২০২১
১২:৪১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২১
১২:৪১ পূর্বাহ্ন
তার বয়সের বেশির ভাগ খেলোয়াড়ই বুট জোড়া তুলে রেখেছেন। কিন্তু এখনও সাবলীলভাবেই খেলে যাচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। বয়স ৩৯ পেরিয়েছে। বুট জোড়া যে তুলে রাখার ইচ্ছা এখনই নেই তা কদিন আগে জাতীয় দলে ফের ফিরে বুঝিয়ে দিয়েছেন। এবার ক্লাবের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন। আরও এক বছরের জন্য ইতালিয়ান ক্লাব এসি মিলানে থাকছেন এ সুইডিশ তারকা। এমন সংবাদই প্রকাশ করেছে ক্যালসিওমারকেতো ও তুত্তোমারকাতোর মতো ইতালিয়ান সংবাদ মাধ্যমগুলো।
পেশাদার ক্যারিয়ারে ইব্রাহিমোভিচ এক কথায় যাযাবর। নিজে দেশ সুইডেনে তো বটেই; এখন পর্যন্ত নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন দলের হয়ে খেলেছেন তিনি। ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড সবমিলিয়ে ক্লাব পাল্টেছেন নয়বার! তাই এসি মিলেনই থাকছেন নাকি নতুন কোনো ক্লাবে যোগ দিবেন, সেটা দেখার অপেক্ষাতেই আছেন ফুটবলপ্রেমীরা। তবে শেষ পর্যন্ত ইতালিতেই থাকছেন এ ফরোয়ার্ড।
চলতি মৌসুমে এখন পর্যন্ত সিরি আয় ১৬ ম্যাচ খেলে গোল দিয়েছেন ১৫টি।
এএন/০১