সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৭, ২০২১
১২:৪০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২১
১২:৪০ পূর্বাহ্ন
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের জয়ে সেমির পথে এগিয়ে থাকার লক্ষ্য জিদানের দলের। একই লক্ষ্যে অবিচল লিভারপুলও। স্টাডে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে, ম্যাচটি শুরু হবে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায়।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০১৮ সালের ফাইনালের কথা কি মনে পড়ে? কিয়েভের অলিম্পিক ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে দীর্ঘদিনের শিরোপার আক্ষেপ ঘোচানোর মিশন নিয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিলো লিভারপুল। কিন্তু আসরের সবচেয়ে সফল দলটির কাছে স্বপ্ন ভেঙেছিলো অলরেডদের। বেনজেমা, বেল ম্যাজিকে ৩-১ গোলে হেরে যায় লিভারপুল।
স্বপ্ন ভাঙার সে কষ্ট অবশ্য পরের আসরে শিরোপা জয়ের মধ্যদিয়ে পুষিয়ে নিয়েছে ক্লপ বাহিনী। কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে হারের শোধ না নিতে পারার ক্ষত রয়েই গেছে। এবারের আসরে কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বেই মুখোমুখি হচ্ছে রিয়াল ও লিভারপুল। স্টাডে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে হাইভোল্টেজ এ ম্যাচের অপেক্ষায় ফুটবল দুনিয়া। কে জিতবে লড়াই? লিভারপুল নাকি রিয়াল মাদ্রিদ? তা জানা যাবে ম্যাচ শেষেই।
এএন/০৫