সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৭, ২০২১
০১:১৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২১
০১:১৭ পূর্বাহ্ন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিচালনায় আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ এর ফুটবল ইভেন্টের ফাইনালে ওঠেছে সিলেট জেলা ফুটবল দল। বুধবার তারা স্বর্ণ জয়ের লড়াইয়ে সেনাবাহিনী দলের মুখোমুখি হবে।
আজ মঙ্গলবার কুমিল্লা ভেন্যুতে অনুষ্ঠিত সেমিফাইনালে তারা ৩-১ গোলে সাতক্ষীরা জেলা ফুটবল দলকে হারায়। সিলেট জেলা দলের পক্ষে জিল্লুর, সাদ্দাম ও নাফিস ইকবাল আঙ্গুর ১টি করে গোল করেন। টুর্নামেন্টের ফাইনালে বুধবার (৭ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনী দলের বিপক্ষে খেলবে সিলেট জেলা দল।
সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। ফাইনালে সেনাবাহিনী দলকে হারিয়ে সিলেট স্বর্ণ জয় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এএন/০৮