সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৮, ২০২১
১১:১০ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৮, ২০২১
১১:১৫ অপরাহ্ন
ফরাসি তারকা কিলিয়ান এমবাপের জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেমিফাইনালের পথে প্যারিস সেন্ট জার্মেইর পিএসজি। বুধবার (৭ এপ্রিল) রাতে মিউনিখে বরফ বৃষ্টির মধ্যেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নকে ৩-২ হারায় ফরাসি দলটি। অ্যাওয়ে ম্যাচ জিতে সেমির পথে এক পা এগিয়ে গেল গতবারের রানারআপরা।
৭ মাস আগে এই বায়ার্নের বিরুদ্ধে হেরে স্বপ্ন ভেঙেছিল পিএসজির। সেই বায়ার্ন মিউনিখকে পেয়ে জ্বলে ওঠেন এমবাপে ও নেইমাররা। দুই তারকা ফরোয়ার্ডের নৈপুণ্যে জার্মান দলটিকে তাদের মাঠেই হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার পথে এগিয়ে গেল পিএসজি। আলিয়াঞ্জ এরিনায় রোমাঞ্চ ছড়ানো ম্যাচে পিএসজিকে জয় এনে দেন এমবাপের জোড়া গোল। আগামী মঙ্গলবার ঘরের মাঠে ফিরতি লেগ ড্র করলেই সেমিফাইনা নিশ্চিত হবে ফরাসি দলটির।
এদিন, দুই বছরের বেশি সময় পর চ্যাম্পিয়ন্স লিগে হারল বায়ার্ন। হ্যান্সি ফ্লিকের বায়ার্নের কোচ হিসেবে এটাই প্রথম হার। তার কোচিংয়ে গত বছর চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৬ ম্যাচ জিতেছিল বায়ার্ন মিউনিখ।
এএন/০৬