সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১০, ২০২১
০৪:১৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১০, ২০২১
০৪:১৩ অপরাহ্ন
উয়েফা ইউরোপিয়ান লিগের চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের জয় পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, ইতালিয়ান ক্লাব এস এ রোমা, স্প্যানিশ ক্লাব ভিলারিয়াল। তবে ড্র করেছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল।
উয়েফা ইউরোপিয়ান লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি গ্রানাডার ফুটবল ইতিহাসে অন্যতম বড় ম্যাচ। কিন্তু কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠ এস্তাদিও নুয়েভো লস কারামেসে ম্যাচটি স্মরণীয় করে রাখা হলো না। গতপরশু ম্যানইউ ২-০ গোলে গ্রানাডাকে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেলো। তবে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল শেষ মুহূর্তে ১-১ গোলে ড্র করেছে স্লাভিয়া প্রাগের সঙ্গে। স্প্যানিশ ক্লাব ভিলারিয়ালও শেষ চার এর লড়াইয়ে আছে। তারা ১-০ গোলে হারিয়েছে ডায়নামো জাগরেভকে। এসএ রোমাও ২-১ গোলে আয়াক্সকে হারিয়ে সেমির পথে এক ধাপ এগিয়ে গেলো।
এএন/০৫