ইনজামামের প্রত্যাশা, অনেক বিশ্বরেকর্ড ভাঙবে বাবর

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৭, ২০২১
০৬:৫০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২১
০৬:৫০ পূর্বাহ্ন



ইনজামামের প্রত্যাশা, অনেক বিশ্বরেকর্ড ভাঙবে বাবর

 

বাবর আজম, পাকিস্তানের তারকা ব্যাটসম্যান। একের পর এক দারুণ সব ইনিংস খেলে দ্যুতি ছড়াচ্ছেন। সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান দুর্দান্ত ব্যাটিংয়ে এরই মধ্যে সিংহাসনচ্যুত করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। বুধবার ছিনিয়ে নিয়েছেন ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ স্থান।

সেই দিনই অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকাকে অনেকটা একাই হারিয়ে দিয়েছেন পাকিস্তানের তরুণ এই অধিনায়ক। ব্যাট হাতে উত্তরসূরীর এমন ছন্দে মুগ্ধ পাকিস্তানের সাবেক কিংবদন্তী ব্যাটসম্যান ইনজামাম-উল-হক। বলেছেন, বাবরের মতো এতটা ধারাবাহিক কাউকে দেখেননি তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হাসছে বাবরের ব্যাট। সেঞ্চুরিয়নে বুধবার তিনি খেলেন টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১২২ রানের ইনিংস। পাকিস্তান  অনায়াসে জিতে ২০৪ রান তাড়া করে। যা টি-টোয়েন্টিতে দলটির ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড।

সিরিজের দ্বিতীয় ম্যাচেও ফিফটি করেন বাবর। এর আগে ওয়ানডে সিরিজে করেন একটি সেঞ্চুরি। সিরিজ নির্ধারণী ম্যাচে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলে ভূমিকা রাখেন দলের জয়ে, হন ম্যাচ সেরাও।

পাকিস্তানের হয়ে ১২০ টেস্ট, ৩৭৮ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা ইনজামাম নিজের ইউটিউব চ্যানেলে বাবরের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। ইনজামাম বলেন, “পাকিস্তান দলের এমন ব্যাটিং প্রদর্শনী আমি কখনও দেখিনি। বাবরের প্রশংসা করে শেষ করা যাবে না। বাবর কেবল পাকিস্তানের রেকর্ড নয়, অনেক বিশ্বরেকর্ড ভাঙবে।”

এএন/০৪