দক্ষিণ আফ্রিকায় ডাবল ট্রফি জয় পাকিস্তানের

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৭, ২০২১
০৯:৫৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২১
০৯:৫৩ অপরাহ্ন



দক্ষিণ আফ্রিকায় ডাবল ট্রফি জয় পাকিস্তানের

 

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের ট্রফি জিতল পাকিস্তান। সফরে ডাবল ট্রফি জয় করে দেশে ফিরছে বাবর আজমরা।

এর মধ্যে শুক্রবার ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৬ বলে ৬ রান। দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে থাকা লিজাড উইলিয়ামসের প্রথম তিন বল শেষে সেই লক্ষ্যটা নেমে আসে ২ রানে। তবে চতুর্থ বলে রান নিতে ব্যর্থ হন স্ট্রাইকে থাকা মোহাম্মদ নওয়াজ। 

এর পরেই উইলিয়ামসের শট বল সীমানা ছাড়া করে দলকে জিতিয়ে হাসান আলীকে নিয়ে মাঠ ছাড়েন নওয়াজ। ১৪৫ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটের জয় পাকিস্তানের। সেই সঙ্গে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের করে নিল বাবর আজমের দল। 

শুক্রবার সেঞ্চুরিয়নে টসে হেরে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ১৯.৩ ওভারে ১৪৪ রান তুলতেই হারিয়ে ফেলে সব কটি উইকেট। জবাবে এক বল হাতে রেখে ৭ উইকেটে ১৪৭ রান করে পাকিস্তান। 

সিরিজে সমতায় ফেরার আসায় ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করে প্রোটিয়ারা। ওপেনার মার্করাম (১১) ফিরলেও দলের রান সচল রাখেন আরেক ওপেনার জানেমান মালান (৩৩) ও ফন ডার ডুসেন (৫২)। কিন্তু তাদের বিদায়ের পর তিনটি করে উইকেট ভাগাভাগি করা হাসান আলী ও ফাহিম আশরাফের তোপে আর কেউ দাঁড়াতে পারেনি দ. আফ্রিকার।

জবাব দিতে নেমে শুরুতে ওপেনার মোহাম্মদ রিজওয়ান (০) বিদায় নিলেও অধিনায়ক-ওপেনার বাবর ও ফখর জামানের ৩৪ বলে ঝড়ো ৬০ রানের সুবাদে স্কোরবোর্ডে ৯২ রান যোগ করে পাকিস্তান। কিন্তু ফখরের বিদায়ের পর আর ২৩ জমা করতেই টপ-অর্ডারের চার ব্যাটসম্যান বাবর (২৪), মোহাম্মদ হাফিজ (১০), হায়দার আলী (৩), আসিফ আলীকে (৫) হারিয়ে বিপদে পড়ে যায় তারা। এরপর বিদায় নেন ফাহিম আশরাফও (৭)। তবে শেষদিকে অপরাজিত থাকা নওয়াজের (২৫) দৃঢ়তায় সেই চাপ সামাল দিয়ে শেষ ওভারে রোমাঞ্চকর জয় তুলে নেয় পাকিস্তান। 

এএন/০৬