বন্ধ ইনস্টিটিউটে মাসে ৯১ লাখ টাকা বেতন দিচ্ছেন নেইমার

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৮, ২০২১
১২:৫২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৮, ২০২১
১২:৫২ পূর্বাহ্ন



বন্ধ ইনস্টিটিউটে মাসে ৯১ লাখ টাকা বেতন দিচ্ছেন নেইমার

 

বিশ্বের অন্যান্য দেশের চেয়ে ব্রাজিলে ভয়ংকর অবস্থা ধারণ করেছে করোনা মহামারি। যার কারণে ২০২০ সালের মার্চে বন্ধ হয়ে যায় ‘নেইমার জুনিয়র ইনস্টিটিউট’। তবে ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধ থাকলেও ১৪২ জন কর্মীর বেতন ঠিকই দিচ্ছেনপিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

করোনা মহামারির আগে প্রাইয়া গ্রান্দেতে অবস্থিত নেইমার জুনিয়র ইনস্টিটিউটে সুবিধাবঞ্চিত ৩ হাজার তরুণের দেখভাল করা হতো। কিন্তু করোনায় তা এগিয়ে নিয়ে যাওয়া আর সম্ভবপর হয়নি। তবে প্রতিশ্রুতি রেখেছেন নেইমার। ১৪২ কর্মীকে সম্পূর্ণ বেতন দেওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্য পরিকল্পনার বিষয়টিও নজরে রাখছেন তিনি।

গুজব আছে, এই ১৪২ কর্মীদের পেছনে বেতন বাবদ মাসে ৯০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯১ লাখ ৩৯ হাজার) খরচ হয় নেইমারের।

এই বিষয়ে নেইমারের বাবা জানান, ‘আমার পরিবার ও আমি ১৪২ জন কর্মী নিয়ে পুরো কাঠামোটি রক্ষণাবেক্ষণ করছি। তাদেরকে সম্পূর্ণ বেতন ও সুবিধা দেওয়া হচ্ছে। আমরা তা নিজেদের পুঁজি থেকে দিচ্ছি।’

এএন/০৭