ভারতের ৯ ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৮, ২০২১
১২:৫৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৮, ২০২১
১২:৫৭ পূর্বাহ্ন



ভারতের ৯ ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

 

অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৯টি ভেন্যু চূড়ান্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই।

ভেন্যুগুলো হলো- দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা, আহমেদাবাদ, লখনউ। এর মধ্যে তিনটি ভেন্যু একেবারে নতুন।

ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, সব ঠিক থাকলে এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

২০১৬ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। সে সময় মোট ৭ ভেন্যুতে খেলা আয়োজন করা হয়েছিল। যারমধ্যে নাগপুর ও মোহালিও ছিল। কিন্তু এবারের বিশ্বকাপের জন্য এই দুই ভেন্যুকে বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে চেন্নাই, আহমেদাবাদ, হায়দরাবাদ ও লখনউকে রাখা হয়েছে।

করোনা পরিস্থিতিতেও ভারত এই টুর্নামেন্ট আয়োজনের জন্য সব রকম ভাবে প্রস্তুতি নিয়ে রাখছে। ইতিমধ্যেই ম্যাচের ভেন্যুগুলোকে প্রস্তুত থাকার কথা জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। দেশের কোভিড-১৯ পরিস্থিতির উপর নজর রাখছে বোর্ড। যদি বিশ্বকাপ আসতে আসতে দেশটিতে করোনার প্রভাব বেড়ে যায়, সে ক্ষেত্রে ভেন্যুর সংখ্যা কমতে পারে।

এএন/০৮