শ্রীলঙ্কার সঙ্গে সালমাদের দ্বিপাক্ষিক সিরিজ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৮, ২০২১
০৪:১১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৮, ২০২১
০৪:১১ পূর্বাহ্ন



শ্রীলঙ্কার সঙ্গে সালমাদের দ্বিপাক্ষিক সিরিজ

 

পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় নারী সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। কিন্তু সেটা সম্ভব না হওয়ায় এবার লঙ্কানদের বিপক্ষে নারী দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বছরের জুন-জুলাইতে শ্রীলঙ্কায় ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের আগে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনার পরিস্থিতি অবনতি হওয়ায় ত্রিদেশীয় সিরিজটি এ মূর্হুতে আয়োজনের কোনো সম্ভাবনা নেই।

এমতাবস্থায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ এবং নারী দলের জন্য একটি প্রস্তুতি শিবির আয়োজনের করার কথা ভাবছে বিসিবি। করোনায় পুরো বিশ্বকে থমকে গেছে। মহামারীর কারণে ইতোমধ্যে নারীদের ক্রিকেটের বেশ কয়েকটি সিরিজও স্থগিত করা হয়েছে। নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পিছিয়েছে। চলতি বছর ওই আসরের আয়োজক হওয়ার কথা ছিল বাংলাদেশের। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ নারী বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত হওয়ার শঙ্কায় রয়েছে। ছয় মাস পর আগামী ডিসেম্বরে এটি করার পরিকল্পনা করছে আইসিসি।

বাংলাদেশ নারী ক্রিকেট উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানান, শ্রীলঙ্কার বিপক্ষে নারী জাতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হবে। তিনি বলেন, 'এই মুহূর্তে ত্রিদেশীয় সিরিজ আয়োজন সম্ভব নয়। আগামী জুনে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল আমাদের। পুরো বিষয়টি এখন পরিস্থিতির ওপর নির্ভর করছে। শ্রীলঙ্কা সফরের আমরা ক্যাম্পটি করব। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল, পাকিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলা, কিন্তু এই প্রস্তাবে সাড়া দেয়নি পাকিস্তান। তাই আমরা এখন শ্রীলঙ্কার বিপক্ষে খেলার কথা ভাবছি।'

এএন/০৪