বসুন্ধরা থেকে রবিউল-ইয়াসান মোহামেডানে

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২১, ২০২১
০৫:১৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২১
০৫:১৬ পূর্বাহ্ন



বসুন্ধরা থেকে রবিউল-ইয়াসান মোহামেডানে
১৫ বিদেশিসহ ৪৮ ফুটবলারের মধ্যবর্তী দলবদল

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলে এবার ১৫ বিদেশিসহ ৪৮ জন ফুটবলার নিবন্ধিত হয়েছে। ১৩ ক্লাবের মধ্যে একমাত্র শেখ রাসেল ছাড়া সবাই কমবেশি পরিবর্তন এনেছে দলে। এর মধ্যে তরুণদের নিয়ে গড়া মোহামেডান দ্বিতীয় পর্বে চেনা রূপে ফিরতে প্রত্যয়ী। অন্যদিকে, অবনমনের শংকা কাটাতে এমিলি, মিশু ও আরিফের মতো অভিজ্ঞদের ওপর আস্থা রেখে ভালো অবস্থানে থাকতে চায় ব্রাদার্স ইউনিয়ন। তবে শিগগিরই লিগ মাঠে গড়ানোর দাবি জানিয়েছে ফুটবলারসহ ক্লাব কর্তারা।

শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদল শেষ হয়েছে। এর মধ্যে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আই লিগে কলকাতা মোহামেডানে খেলার পর, বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্বের জন্য ফিরেছেন পুরনো ক্লাব সাইফ স্পোর্টিংয়ে।

এদিকে, আবাহনীর জার্সিতে প্রিমিয়ার লিগে দেখা যাবে নাইজেরিয়ান সানডে চিজোবাকে। আরেক নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলবেন বসুন্ধরা কিংসে। এছাড়া কাতার প্রবাসী ওবায়দুর রহমানকেও দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শিরোপা রেসে থাকা দলগুলোর তুলনায় মাঝারি সারি কিংবা রেলিগেশন অঞ্চলে থাকা ক্লাবগুলো টিকে থাকতে বেশকজন ফুটবলার দলে নিয়েছে। আরামবাগ ক্রীড়াসংঘ দ্বিতীয় সর্বোচ্চ ১২ জন ফুটবলার নিবন্ধন করিয়েছে। টেবিলের ছয়ে থাকা মোহামেডান বসুন্ধরা থেকে রবিউল হাসান ও ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়াসানকে দলে ভিড়িয়েছে।

মধ্যবর্তী দলবদলে সবচেয়ে বেশি ১৪ জন ফুটবলার নিবন্ধন করেছে ব্রাদার্স ইউনিয়নে। মাত্র ৫ পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চলে থাকা দলটি জাহিদ হাসান এমিলি, আতিকুর রহমান মিশু ও আরিফের মতো অভিজ্ঞদের ওপর আস্থা রেখে ভালো অবস্থানে থাকতে চায়। যদিও শিগগিরই লিগ মাঠে গড়ানোর দাবি ফুটবলারদের।

এবারের দলবদলে মুক্তিযোদ্ধা ৭, উত্তর বারিধারা ৪, শেখ জামাল ১, চট্টগ্রাম আবাহনী ১ ও রহমতগঞ্জ ১ জন ফুটবলারকে নিবন্ধন করিয়েছে।

এএন/০৫