মুমিনুলের সেঞ্চুরি, শান্তর ১৫০

খেলা ডেস্ক


এপ্রিল ২২, ২০২১
০৩:০২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২২, ২০২১
০৩:০৪ অপরাহ্ন



মুমিনুলের সেঞ্চুরি, শান্তর ১৫০

টেস্ট ক্যারিয়ারে নিজের ১১তম সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল হক। ইনিংসের ১১০.৫ ওভারে ধনায়ঞ্জয়াকে চার মেরে দেশের বাইরে প্রথম সেঞ্চুরি উদ্‌যাপন করেন বাংলাদেশ দলের অধিনায়ক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্ডির পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ১১৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৭৬ রান জমা করেছে বাংলাদেশ। ২৩৩ বলে ৯ চারে ১০৬ রানে ব্যাট করছেন মুমিনুল।

অধিনায়কের সেঞ্চুরির পর ব্যক্তিগত ১৫০ রানের মাইলফলকে পা রাখেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয়দিন ব্যাটিংয়ে নেমে মুশফিক, আশরাফুল, তামিম, সাকিব, মুমিনুল ও ইমরুলের পর বাংলাদেশের হয়ে এই মাইলফলকে পা রাখেন তিনি। ৩৫২ বলে ১৬ চার ও ১ ছয়ে ১৫৪ রানে অপরাজিত আছেন শান্ত।

বাংলাদেশ দ্বিতীয়দিন ব্যাটিংয়ে নামে ২ উইকেটে ৩০২ রান নিয়ে। শান্ত ১২৬ ও মুমিনুল ৬৪ রান করে প্রথম দিন শেষ করেন। আগের দিন ওপেনার সাইফ হাসান (০) ব্যর্থ হলেও আরেক ওপেনার তামিম ইকবাল খেলেন ৯০ রানের ঝকঝকে ইনিংস।

বিএ-০৩