সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৩, ২০২১
০৭:৫২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২১
০৭:৫২ পূর্বাহ্ন
করোনাভাইরাসের কারণে চলতি বছরও অলিম্পিক গেমস আয়োজনে অনিশ্চয়তার মধ্যেও প্রস্তুতি চলছে অলিম্পিক কমিটির। যার ধারাবাহিকতায় হয়ে গেছে ছেলেদের ফুটবলের গ্রুপিং। যেখানে সবশেষ ২০১৬ রিও অলিম্পিকের দুই ফাইনালিস্ট ব্রাজিল ও জার্মানি পড়েছে একই গ্রুপে। অন্যদিকে আর্জেন্টিনার গ্রুপে পড়েছে শক্তিশালী স্পেন।
বুধবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে ২০২০ অলিম্পিক ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়। আগের মতো এবারও চারটি গ্রুপে মোট ১৬টি দল অংশ নেবে।
ব্রাজিল ও জার্মানির সঙ্গে 'ডি' গ্রুপে রয়েছে আইভরি কোস্ট ও সৌদি আরব। আর 'সি' গ্রুপে আর্জেন্টিনা ও স্পেনের সঙ্গে আছে মিশর ও অস্ট্রেলিয়া। 'এ' গ্রুপে স্বাগতিক জাপানের সঙ্গে আছে ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, নিউজিল্যান্ড ও হন্ডুরাস রয়েছে 'বি' গ্রুপে।
উল্লেখ্য, গত বছরই টোকিওতে অলিম্পিক আসর বসার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এক বছর পিছিয়ে দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে আবার এ ভাইরাস ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তাই এ বছরও এর আয়োজন সম্ভব নাও হতে পারে বলে কদিন আগেই জানিয়েছিলেন জাপানের সরকারি দলের এক কর্মকর্তা।
এএন/০১