সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৫, ২০২১
০৯:১৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৫, ২০২১
০৯:১৯ পূর্বাহ্ন
লিগ ওয়ানে এমবাপ্পের জোড়া গোলে ম্যাজিকে ৩-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে পচেত্তিনোর পিএসজি।
স্টাডে সেইন্ট সিমফোরিয়ানে ম্যাজিকে হারালেই মিলবে শীর্ষস্থান। সে লক্ষ্যেই অপ্রতিরোধ্য ছিলো প্যারিসিয়ান। মাত্র চার মিনিটেই ম্যাজির মাঠে তাদের হতাশ করেন কিলিয়ান এমবাপ্পে। অ্যান্ডার হেরেরার বাড়ানো বলে রক্ষণভাগের ফুটবলারদের কাটিয়ে গোল করেন ফরাসি তারকা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাজিকে সমতা উপহার দেন ফ্যাবিয়ান সঁওজ। তবে, সমতার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৯ মিনিটে দলের সেরা তারকা নেইমারের পাস আর এমবাপ্পের পায়ের যাদু। দুইয়ের মেলবন্ধনে ২-১ গোলেএগিয়ে যায় পিএসজি। জোড়া গোলের পর এমবাপ্পেকে তুলে নেন কোচ। তাতে ম্যাচে কোন পরিবর্তন হয়নি। বদলি হিসেবে নেমে ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইকার্দি। দারুন জয়ে লিলে'কে হটিয়ে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি।
এএন/০৫