কৃষ্ণা-মনিকাসহ করোনামুক্ত পাঁচ নারী ফুটবলার

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৭, ২০২১
০২:১২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২১
০২:১২ পূর্বাহ্ন



কৃষ্ণা-মনিকাসহ করোনামুক্ত পাঁচ নারী ফুটবলার

 

করোনামুক্ত হয়েছেন জাতীয় নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড়। দ্বিতীয় দফা করোনা পরীক্ষার পর রবিবার (২৫ এপ্রিল) তাদের ফলাফল নেগেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন।

লকডাউনের কারণে স্থগিত হয় নারী লিগ। এরপর ক্লাবগুলো ক্যাম্প বন্ধ করে দিলে বাফুফে ফুটবলারদের আবাসিক ক্যাম্পে নিয়ে আসে। তার আগে করোনা টেস্ট করা হয় ফুটবলারদের। সেখানে পজিটিভ শনাক্ত হন কৃষ্ণা রানী সরকার, মনিকা চাকমা, আনাই মোগিনি, নিলুফা ইয়াসমিন এবং ঋতুপর্ণা চাকমা। 

এরপর থেকে বাফুফের তত্ত্বাবধানে আইসোলেশনে ছিলেন ফুটবলাররা। গেল ২২ এপ্রিল দ্বিতীয় দফার টেস্ট করান তারা। যেখানে সবারই করোনা মুক্ত হওয়ার ফলাফল আসে। 

এছাড়াও আইসোলেশনে থাকা বাকি ৮ ফুটবলারের সবারই করোনা ফলাফল নেগেটিভ এসেছে।

এএন/০১