সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ৩০, ২০২১
০২:৩৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ৩০, ২০২১
০২:৩৬ পূর্বাহ্ন
উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে ইংলিশ জায়ান্ট আর্সেনালের মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। শক্তিমত্তা আর পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ভিয়ারিয়ালকে সমীহ করছে গানারদের কোচ মিকেল আর্তেতা। অন্যদিকে সব ধরনের প্রতিযোগিতায় টানা জয়ে থাকায় নিজেদের মাঠে জয় পেতে চান ভিয়ারিয়াল কোচ উনাই এমিরি। লা সিরামিকায় ম্যাচটি শুরু হবে আজ রাত ১টায়।
একই সময়ে আরেক সেমিফাইনালে অল্ড ট্রাফোর্ডে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে মোকাবেলা করবে ইতালিয়ান ক্লাব এএস রোমা।
আর্সেনালের বিপক্ষে মাঠে নামার আগে অদ্ভুত অনুভূতি হচ্ছিল উনাই এমিরির। দেড় বছর আগে গানারদের কোচ ছিলেন। ভালোবেসে ক্লাবকে দুই হাত উজাড় করে দেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু হঠাৎ হোঁচটেই হলেন বহিষ্কার। ইংল্যান্ড ছেড়ে পাড়ি জমান স্পেনে। ভিয়ারিয়ালের দায়িত্ব নিয়ে ক্লাবকে উঠিয়েছেন ইউরোপা লিগের সেমিফাইনালে। এবার নিজের সাবেক ক্লাবের বিপক্ষে নিশ্চয়ই জয় পেতে চাইবেন তিনি।
এএন/০৭