লর্ডসে বার্নসের সেঞ্চুরি, টেস্ট নিয়ন্ত্রণে নিউজিল্যান্ড

খেলা ডেস্ক


জুন ০৫, ২০২১
০৮:২৩ অপরাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২১
০৮:২৪ অপরাহ্ন



লর্ডসে বার্নসের সেঞ্চুরি, টেস্ট নিয়ন্ত্রণে নিউজিল্যান্ড

লর্ডসে বার্নসের সেঞ্চুরি, টেস্ট নিউজিল্যান্ডের নিয়ন্ত্রণে

শনিবার লর্ডস টেস্টের চতুর্থ দিন শেষে হাতে ৮ উইকেট নিয়ে ১৬৫ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। কিউইদের করা ৩৭৮ রানের জবাবে বার্নসের অনবদ্য শতকে ইংল্যান্ড করতে পারে ২৭৫ রান। ৪৩ রানে ৬ উইকেট নেন সাউদি, ৮৫ রানে ৩ উইকেট যায় জেমিসনের পকেটে। 

১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ২ উইকেটে ৬২ রান তুলেছে কেন উইলিয়ামসনের দল। 

সংক্ষিপ্ত স্কোর: (চতুর্থ দিন শেষে) 

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৭৮, দ্বিতীয় ইনিংস: ৩০ ওভারে ৬২/২

ইংল্যান্ড প্রথম ইনিংস: ১০১.১ ওভারে ২৭৫ (বার্নস ১৩২, রুট ৪২, রবিনসন ৪২;  সাউদি ৬/৪৩, জেমিসন ৩/৮৫) 

এএন/০৫