খেলা ডেস্ক
জুন ০৬, ২০২১
০৪:০২ অপরাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২১
০৪:০২ অপরাহ্ন
বাংলাদেশ ক্রিকেটে বোর্ড বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সৌম্য সরকার। জাতীয় দল একটি সূত্রে এমনই তথ্য জানা গেছে। দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় রয়েছেন এ অলরাউন্ডার।
সৌম্যর কপাল পুড়লেও সুখবর পাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। সবশেষ চুক্তিতে ঠাঁই না পাওয়া এই ক্রিকেটার দুই বলের চুক্তিতেই জায়গা পাচ্ছেন। নিষেধাজ্ঞা ভোগ শেষে ফিরছেন সাকিব আল হাসান। তার মতোই সব ফরম্যাটের চুক্তি হচ্ছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে। তবে মাহমুদউল্লাহ রিয়াদকে শুধু সাদা বলের চুক্তিতে রাখা করা হচ্ছে।
তবে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চাইলে লাল বলের চুক্তিতেও থাকবেন রিয়াদ। এর আগে রিয়াদকে টেস্ট দলের বাইরে রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি।
সৌম্য সরকার বাদ পড়তে চললেও আরেক আলোচিত ক্রিকেটার লিটন দাসের ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানা যায়নি। মুস্তাফিজুর রহমানের জায়গা হচ্ছে শুধু সাদা বলে। তরুণদের মধ্যে সাদা বলের চুক্তিতে থাকছেন আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। নাজমুল হোসেন শান্ত রয়েছেন শুধু টেস্টের বিবেচনায়। একইভাবে আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, মুমিনুল হকের সঙ্গে শুধু লাল বলের চুক্তিতে থাকবেন। আগামী বোর্ড সভায় নীতিনির্ধারকদের পক্ষে এমনই খসড়া দাখিল করা হবে বিসিবির কাছে।
এএন/০১