সিবলি-রুটদের দৃঢ়তায় ম্যাচ বাঁচালো ইংল্যান্ড

খেলা ডেস্ক


জুন ০৬, ২০২১
০৬:২১ অপরাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২১
০৬:২১ অপরাহ্ন



সিবলি-রুটদের দৃঢ়তায় ম্যাচ বাঁচালো ইংল্যান্ড
লর্ডস টেস্ট


বৃষ্টিতে একদিন ভেসে যাওয়ায় লর্ডস টেস্টে প্রথম ইনিংসে বড় লিড পাওয়া নিউজিল্যান্ড ম্যাচ জয়ের আশায় দ্বিতীয় ইনিংস তড়িঘড়ি করে ঘোষণা করে। কিন্তু ডম সিবলি, জোর রুটদের দৃঢ়তায় পেরে উঠেনি তারা।

রবিবার লর্ডস টেস্টে নির্ধারিত সময়ের ৫ ওভার আগে ড্র মেনে নেয় দুদল। কিউইদের দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে ইংল্যান্ড ৩ উইকেটে ১৭০ তোলার পর শেষ হয়ে যায় ম্যাচ।  দুই ম্যাচ সিরিজের প্রথমটি শেষেও তাই থাকল সমতা।

২০৭ বলে ৬০ রান করে ম্যাচ বাঁচানো ফিফটিতে অপরাজিত ছিলেন ওপেনার সিবলি। জো রুট করেন ৭১ বলে ৪০। ওলি পোপ ৪১ বলে ২০ রানে অপরাজিত ছিলেন।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৭৮

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৭৫

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৫২.৩ ওভারে ১৬৯/৬ (ইনিংস ঘোষণা) (ল্যাথাম ৩৬, কনওয়ে ২৩, টেইলর ৩৩, নিকোলস ২৩ ওয়েটলিং ;  রবিনসন ৩/২৬)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ২৭৩):( বার্নস ২৫, সিবলি ৬০*, রুট ৪০, পোপ ২০* ; সাউদি ১/৩৭, ওয়েগনার ২/২৭)

এএন/০৪