তান্নার ঝড়ো ব্যাটিংয়ে আবাহনীর বিপক্ষে খেলাঘরের জয়

ক্রীড়া প্রতিবেদক


জুন ০৭, ২০২১
০৪:১৮ অপরাহ্ন


আপডেট : জুন ০৭, ২০২১
০৪:১৮ অপরাহ্ন



তান্নার ঝড়ো ব্যাটিংয়ে আবাহনীর বিপক্ষে খেলাঘরের জয়

একদিন বিরতি দিয়ে আজ মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের খেলা। প্রথম রাউন্ডের পর বৃষ্টিতে পানি জমে যাওয়ায় পরের দুই রাউন্ড সরিয়ে নেওয়ার পর আবারও ডিপিএল ফিরেছে বিকেএসপিতে।সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে শক্তিশালী আবাহনী লিমিটেডকে ৮ রানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

আগে ব্যাট করে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে খেলাঘর। ফিফটি হাঁকিয়ে ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না হয়েছেন ম্যাচ সেরা।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম চার ওভারে ৪২ রানের ঝড়ো উদ্বোধনী জুটি পায় খেলাঘর। ১২ বলে ৪ বাউন্ডারিতে একাদশে সু্যোগ পাওয়া রাফসান আল মাহমুদ ১৮ রানে ফিরলে ভাঙে সেই জুটি। এরপর টপ অর্ডারে ব্যাট করতে নামা মেহেদী হাসান মিরাজের সাথে ৬২ রানের জুটি গড়ে দলের সংগ্রহ বড় করার ইঙ্গিত দেন তান্না। ২৫ বলে ৪ বাউন্ডারিতে ৩৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন মিরাজ।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৪ রানের পুঁজি পায় খেলাঘর। মিরাজ ফেরার পর মিডল অর্ডারে কেউই ভালো করতে পারেননি। তবে তান্না ঠিকই ঝড়ো ব্যাটিংয়ে হাঁকিয়েছেন ফিফটি। মোসাদ্দেক হোসেন সৈকতের বলে বোল্ড হওয়ার আগে ডানহাতি এই ব্যাটসম্যানের ব্যক্তিগত সংগ্রহ ৬৬ রান। তার ৪৬ বলে প্রায় ১৪৪ স্ট্রাইকরেটে সাজানো ইনিংসটিতে রয়েছে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কার মার।

আবাহনীর হয়ে ৪ ওভারে ২৫ রান খরচ করে ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার আরাফাত সানী। এর বাইরে ২টি উইকেট নিয়েছেন মোসাদ্দেক। ১টি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও তানজিম হাসান সাকিব।

খেলাঘরের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধাতির ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান করে। দলের পক্ষে নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্ত ৪৯ রান করেন। 

স্কোরকার্ডঃ

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ১৬৪/৬, ২০ ওভার; (ইমতিয়াজ হোসেন ৬৪, মেহেদি হাসান মিরাজ ৩৩, রাফসান ১৮, সালমান হোসেন ১৩, মোসাদ্দেক হোসেন সৈকত ২/২৪, আরাফাত সানি ২/২৫, মোহাম্মদ সাইফুদ্দিন ১/২৭)।

আবাহনী লিমিটেড ১৫৬/৫, ২০ ওভার; (নাঈম শেখ ৪৯, নাজমুল হোসেন শান্ত ৪৯, আফিফ হোসেন ২২*, মোসাদ্দেক হোসেন সৈকত ২১, রনি চৌধুরী ২/২৩, সৈয়দ খালেদ আহমেদ ২/৩২, রাফসান ১/৫)।

আরসি-০১