খেলা ডেস্ক
জুন ০৭, ২০২১
০৬:২৮ অপরাহ্ন
আপডেট : জুন ০৭, ২০২১
০৬:২৮ অপরাহ্ন
ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের আগে কিছুদিন বিশ্রামে থাকতে চাইছেন মুশফিকুর রহিম। আসন্ন জিম্বাবুয়ে সফরে যাবেন না বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার- এমন গুঞ্জন চলছিল। গুঞ্জনের মধ্যে মুশফিক জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলতে চান না। তার এই অনিচ্ছার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে তিনি জানিয়েছেন।
গতকাল সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নান্নু। তিনি বলেন, ‘মুশফিক টি-টোয়েন্টি থেকে ছুটি চেয়েছে। তবে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে। টানা খেলার মধ্যে থাকায় সে হয়তো ক্লান্ত। এ জন্যই একটা বিরতি চাচ্ছে।’
তিনি বলেন, ‘জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি থেকে ছুটি চেয়ে সে বোর্ডে চিঠি দিয়েছে। ছুটি দেওয়া হবে কি-না, সেই সিদ্ধান্ত ক্রিকেট পরিচালনা বিভাগের। তারা ছুটি দিলে আমরা মুশফিককে বিবেচনার বাইরে রেখেই দল গড়ব।’
আগামী ২৯ জুন জিম্বাবুয়ে সফরে যাবে টাইগাররা। সূচি অনুযায়ী কোয়ারেন্টাইন ও প্রস্তুতি ম্যাচ শেষে ৭ জুলাই সফরের প্রথম ও একমাত্র টেস্টটি শুরু হবে বুলাওয়েতে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা।
এএন/০২