খেলা ডেস্ক
জুন ০৮, ২০২১
০১:০৫ অপরাহ্ন
আপডেট : জুন ০৮, ২০২১
০১:০৫ অপরাহ্ন
ইংল্যান্ড সফরের অনিশ্চয়তা কাটিয়ে দল ঘোষণা করল শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকে আলো ছড়ানোর পর প্রথমবারের মতো রঙিন পোশাকের দলে ডাক পেলেন বাঁহাতি স্পিনার প্রাভিন জয়াবিক্রমা।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের এই দলে আছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা তিন অলরাউন্ডার। এর মধ্যে অফ স্পিনিং অলরাউন্ডার চারিথ আসালঙ্কা, পেস বোলিং অলরাউন্ডার ধনাঞ্জয়া লাকসান ও ইশান জয়ারত্নে।
লঙ্কান বোর্ডের মঙ্গলবার ঘোষিত ২৪ সদস্যের দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার নুয়ান প্রদিপ, দুই টপ অর্ডার ব্যাটসম্যান আভিশকা ফার্নান্দো ও ওশাদা ফার্নান্দো।
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সফরে আগামীকাল বুধবার ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে লঙ্কানরা। আগামী ২৩ জুন কার্ডিফে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ।
কেন্দ্রীয় চুক্তি নিয়ে জটিলতার কারণে এই সফর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তাদের মূল দাবি লঙ্কান বোর্ড মেনে নেওয়ার পর সফরে যেতে রাজি হন ক্রিকেটাররা। সফরে গেলেও কেন্দ্রীয় চুক্তিতে সই করছেন না লঙ্কান ক্রিকেটাররা।
শ্রীলঙ্কা দল: কুসল পেরেরা (অধিনায়ক), কুসল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, আভিশকা ফার্নান্দো, পাথুম নিসানকা, নিরোশান ডিকভেলা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওশাদা ফার্নান্দো, চারিথ আসালঙ্কা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, ধনাঞ্জয়া লাকসান, ইশান জয়ারত্নে, দুশমন্থ চামিরা, ইসুরু উদানা, আসিথা ফার্নান্দো, নুয়ান প্রদিপ, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো, লাকসান সান্দাক্যান, আকিলা দনাঞ্জয়া, প্রাভিন জয়াবিক্রমা।
এএন/০৭