ধর্মপাশায় প্রীতি ফুটবলে জয়ী জনপ্রতিনিধি একাদশ

ধর্মপাশা প্রতিনিধি


জুন ১০, ২০২১
১১:৩৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ১০, ২০২১
১১:৩৯ পূর্বাহ্ন



ধর্মপাশায় প্রীতি ফুটবলে জয়ী জনপ্রতিনিধি একাদশ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় খেলার মাঠে বৃহস্পতিবার (১০ জুন) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলা প্রশাসন একাদশ বনাম জনপ্রতিনিধি একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

এই প্রীতি ম্যাচে জনপ্রতিনিধি একাদশ ৪-৩ গোলের ব্যবধানে উপজেলা প্রশাসন একাদশকে হারিয়েছে।

জনপ্রতিনিধি একাদশের অধিনায়ক ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। অপরদিকে উপজেলা প্রশাসন একাদশের অধিনায়ক ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান।

ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন উপজেলার বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল ইয়াহিয়া শাহীন। ধারাভাষ্যকার ছিলেন উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্ক দিপু।


এসএ/আরআর-০৬