সিলেটে ট্রাফিক পুলিশকে ‘ছাত্রলীগ কর্মী’র মারধর, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক


জুন ১২, ২০২১
০৭:৪৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২১
০২:৪৯ পূর্বাহ্ন



সিলেটে ট্রাফিক পুলিশকে ‘ছাত্রলীগ কর্মী’র মারধর, গ্রেপ্তার ২

ট্রাফিক সিগন্যাল অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টাকালে বাধা দেওয়ায় সিলেট নগরের চৌহাট্টায় ট্রাফিক সার্জেন্টের উপর হামলা করেছেন সৌরভ চৌধুরী নামের এক যুবক। এসময় তিনি নিজেকে ‘ছাত্রলীগ কর্মী’ বলে পরিচয় দেন। এ ঘটনায় কথিত ছাত্রলীগ কর্মী সৌরভ চৌধুরী ও তার ভাই বাদল চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হলে সেখানে আরেক দফা পুলিশের পিকআপের চালকের উপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চৌহাট্টা এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এ সময় পয়েন্টের চারদিকের যানবাহনের লম্বা লাইন লেগে যায়। এ সময় ট্রাফিক সার্জন মোহাম্মদ জসিম উদ্দিন দুই দিকে গাড়ি চলাচল বন্ধ করে অন্য দুই দিকের গাড়ি ছাড়েন। এ সময় ট্রাফিক সিগন্যাল অমান্য করে সৌরভ সহোদয় মোটরসাইকেল নিয়ে যেতে চাইলে তিনি বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা সার্জেন্ট জসিমের উপর হামলা চলান এবং উত্তেজিত কণ্ঠে বলতে থাকেন ‘আমি ছাত্রলীগ করি। ফোন দিলে তোর অবস্থা বেহাল হবে।’ হামলায় সার্জেন্ট জসিম আহত হন। 

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের সিলেট মিররকে বলেন, ‘সিগন্যাল অমান্য করে এগিয়ে যাওয়ার সময় ট্রাফিক সার্জেন্ট ওই যুবককে বাধা দেন। পরে যুবকটি ট্রাফিক সার্জেন্টের উপর হামলা করেছে। এসময় সে একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে পরিচয় দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এছাড়া তার মোটরসাইকেলে হেলমেট, নাম্বার পেল্ট ছিল না।’  

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, ‘তাদের আটক করে থানায় নিয়ে আসার পর পিকআপ থেকে নেমেই তারা চালক সাইফুর রহমানের উপর হামলা চালায়। পরে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের নিবৃত করেন।’ 

হামলার শিকার ট্রাফিক সার্জেন্ট জসিম উদ্দিন বাদি হয়ে মামলা দায়ের করছেন জানিয়ে তিনি বলেন, ‘অভিযুক্ত দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

এনএইচ/বিএ-১২