খেলা ডেস্ক
জুন ১২, ২০২১
০৪:৫৭ অপরাহ্ন
আপডেট : জুন ১২, ২০২১
০৪:৫৭ অপরাহ্ন
পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ম্যাচে গুরুতর চোট পেলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এই ক্যারিবিয়ান ক্রিকেটারকে স্ট্রেচারে চাপিয়ে মাঠ থেকে বার করে আনতে হয়।
শুক্রবার পিএসএল-এর এই ম্যাচ চলার সময় ১৪তম ওভারে এমন কাণ্ড ঘটে। ক্রিজে এসেই কোয়েটার হয়ে বড় শট খেলতে শুরু করেছিলেন রাসেল। কিন্তু ইসলামাবাদের জোরে বোলার মুসা খানের একটি বাউন্সারে আচমকাই মাথায় চোট পান তিনি। পরে স্ট্রেচারে করে তাঁকে মাঠ থেকে বের করে আনতে হয়।
সেই ওভারে মুসাকে পরপর দুটি ছক্কা মেরেছিলেন রাসেল। তারপরই এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে নেট মাধ্যমে ভাইরাল। ভিডিয়োতে দেখা গিয়েছে মুসার একটি বাউন্সার পুল করতে গেলে বলের লাইন মিস করেন রাসেল। বলটি তাঁর হেলমেটের ওপরের অংশ ও গ্রিলে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই ক্রিজ ছেড়ে পাশে সরে দাঁড়ান রাসেল। মাঠে দৌড়ে আসেন কোয়েটার ফিজিও। তবে তিনি ক্রিজ ছাড়েননি।
এএন/০২