বিশ্বমিডিয়ায় শিরোনাম সাকিবকাণ্ড

খেলা ডেস্ক


জুন ১৩, ২০২১
০৪:১৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২১
০৪:১৭ পূর্বাহ্ন



বিশ্বমিডিয়ায় শিরোনাম সাকিবকাণ্ড


বঙ্গবন্ধু ঢাা প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান ম্যাচে সাকিবকাণ্ডে আলোচনা-সমালোচনায় সরব ক্রিকেটপাড়া। আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে লাথি দিয়ে স্টাম্প ছিটকে দেওয়া কিংবা স্টাম্প উপড়ে ফেলার ঘটনা বাইশ গজের ইতিহাসে নজিরবিহীন। গত শুক্রবার সেই নজিরবিহীন ঘটনা ঘটিয়ে বিশ্বমিডিয়ায় শিরোনাম হলেন সাকিব।

এমন অসদাচরণের জন্য ক্ষমাও চেয়েছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার। যদিও মোহামেডানের অধিনায়ককে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ন্ত্রক কমিটি সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ) পক্ষ থেকে তিন ম্যাচে নিষিদ্ধ করা হয় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

সাকিবের এ কাণ্ড উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও। ক্রিকইনফো শিরোনাম করেছে, ‘ডিপিএলে রাগে এক ম্যাচে দুইবার স্টাম্প ভাঙলেন সাকিব আল হাসান।’

ভারতের সংবাদমাধ্যম কলকাতা ২৪ ঘণ্টা শিরোনাম করেছে- ‘বাইশ গজে অসভ্যতার জন্য ক্ষমা চাইলেন শাকিব’

আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে- ‘ফের বিতর্কে শাকিব, লাথি মেরে স্টাম্প ভাঙলেন, বিপক্ষ প্রশিক্ষকের সঙ্গে ঝামেলায় জড়ালেন।’

হিন্দুস্তান টাইমস শিরোনাম করেছে- ‘ব্যাটে-বলে ডাহা ফেল, গোহারান হার শাকিবদের।’

ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকম সাকিবের একটি ভিডিও আপলোড করেছে। ক্যাপশনে লিখেছে, ‘ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে দুইবার মেজাজ হারালেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব, রাগ ঝাড়লেন স্টাম্পের ওপর।’

খালিজ টাইম প্রকাশ করেছে সাকিবের ক্ষমা চাওয়ার সংবাদ। এনডিটিভি লিখেছে, ‘ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের ওপর দুইবার খেপলেন সাকিব আল হাসান।’ এর  সঙ্গে ভিডিও সংযুক্ত করে দিয়েছে গণমাধ্যমটি।

প্রসঙ্গত, শুক্রবার (১১ জুন) মিরপুরে আবাহনীর বিপক্ষে ম্যাচে মুশফিককে এলবিডব্লু না দেওয়ায় লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙা কিংবা বৃষ্টির আগেই আম্পায়ারের খেলা বন্ধের সিদ্ধান্তে স্ট্যাম্প উপড়ে ফেলেন। শুধু তাই নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বাদানুবাদে জড়ান সাকিব।

এএন/০৫