ইনিংস ব্যবধানে জয় দক্ষিণ আফ্রিকার, রাবাদার ৫ উইকেট

খেলা ডেস্ক


জুন ১২, ২০২১
০৮:৩৪ অপরাহ্ন


আপডেট : জুন ১২, ২০২১
০৮:৩৪ অপরাহ্ন



ইনিংস ব্যবধানে জয় দক্ষিণ আফ্রিকার, রাবাদার ৫ উইকেট
ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা টেস্ট


কাগিসো রাবাদা-আনরিক নরকিয়ারার দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। বোলিং সহায়ক উইকেটে দক্ষিণ আফ্রিকা জিতল ইনিংস ব্যবধানে।

১১ বছর পর ক্যারিবিয়ানে সফরে গিয়ে তিন দিনেই প্রথম টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা।

ড্যারেন স্যামি স্টেডিয়ামে শনিবার প্রথম টেস্টে ইনিংস ও ৬৩ রানে জিতেছে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি তাদের ইনিংস ব্যবধানে পঞ্চম জয়। 

প্রথম ইনিংসে ৯৭ রানে গুটিয়ে যাওয়া স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে থামে ১৬২ রানে। কুইন্টন ডি ককের ক্যারিয়ার সেরা ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ৩২২ রান। ক্যারিয়ারে দশমবারের মতো পাঁচ উইকেট নেওয়া রাবাদার বলে উড়ে যায় স্বাগতিকদের ইনিংস পরাজয় এড়ানোর আশা। অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার ডি কক।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯৭

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩২২

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৬২ (চেইস ৬২, ব্ল্যাকউড ১৩, রোচ ১৩*; রাবাদা ২০-৯-৩৪-৫, নরকিয়া ১৪-৫-৪৬-৩, মহারাজ ১১-৫-২৩-২)।

এএন/০৬