পলাশ কাপ ফুটসালে চ্যাম্পিয়ন রাজু একাদশ

খেলা ডেস্ক


জুন ১৩, ২০২১
০৫:১৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২১
০৫:১৬ পূর্বাহ্ন



পলাশ কাপ ফুটসালে চ্যাম্পিয়ন রাজু একাদশ


মুজিব বর্ষ উপলক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশের পৃষ্টপোষকতায় বৃহত্তর শাহী ইদগাহ যুবসমাজ আয়োজিত ‘১ম মস্তাক আহমদ পলাশ কাপ ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজু একাদশ। 

শুক্রবার (১১ জুন) রাতে নগরের শাহী ঈদগাহে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে রাজু একাদশ, ইনাতাবাদ (তেমূখী) ১-০ গোলে নেছা এন্টারপ্রাইজ সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ১০০ সিসি মোটরসাইকেল ও রানারআপ দলকে ৮০ সিসি মোটরসাইকেল প্রদান করা হয়। এছাড়াও তৃতীয় পুরস্কার হিসেবে কালাপাথর একাডেমিকে দেওয়া একটি নতুন ফ্রিজ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম।

সাবেক কৃতি ফুটবলার আব্দুল আহাদের সভাপতিত্বে ও টুর্নামেন্টের সদস্য সচিব কিবরিয়া আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম এহিয়া, সিটি কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম, দৈনিক সিলেটের দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী শিপলু।

এসময় উপস্থিত ছিলেন শাহী ইদগাহ হাজারিবাগ জামে মসজিদের মোতাওয়াল্লি আকবর হোসেন সেলিম, সাধারণ সম্পাদক ফজলুল হক, স্থানীয় মুরব্বী ফারুক আহমদ, বাবর আহমদ, বাচ্চু আহমদ, সাবেক ফুটবলার সাদেক আহমদ, ক্রীড়াবিদ আমিনুর রহমান পাপ্পু, বিশিষ্ট ব্যবসায়ী সবুর উদ দৌলা, কৃতি ফুটবলার গোল্ডেন বয় খ্যাত সাজ উদ্দিন টিপু, সিলেট জেলা দলের সাবেক ফুটবলার আবু বক্কর সেলিম, সুনামগঞ্জ জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় কল্লোল তালুকদার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য এম এইচ আকাশ, মির্জা আবু বরাত, নাদির আহমদ, কবির উদ্দিন, আবু তাহের সোয়েব, নাহিয়ান সাকির চৌধুরী রকি, নাহিদ আহমেদ মন্টি, দেওয়ান সুমের রাজা, ইসতিয়াক ইমন, আজিজুর রহমান অভি, সোহাগ, রানা, পলিন, আল আমিন, রুবেল, রেদওয়ান, খুর্শেদ আহমদ কুশু, তারা মিয়া, শাহিন আহমদ, মুস্তাফিজ পলাশ মুনেম, সাহেদ প্রমুখ।

এএন/০৮