দক্ষিণ সুরমাকে হারিয়েছে বিশ্বনাথ, গোয়াইনঘাট হারাল জৈন্তাপুরকে

খেলা ডেস্ক


জুন ১৩, ২০২১
০৫:৩০ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২১
০৫:৩০ পূর্বাহ্ন



দক্ষিণ সুরমাকে হারিয়েছে বিশ্বনাথ, গোয়াইনঘাট হারাল জৈন্তাপুরকে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৭)


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিক (অনূর্ধ্ব-১৭)-২০২১ সিলেট জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।

গতকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে বিশ্বনাথ উপজেলা ২-১ গোলে দক্ষিণ সুরমা উপজেলাকে হারিয়েছে। আরেক ম্যাচে টাইব্রেকারে গোয়াইনঘাট উপজেলা ৪-৩ গোলে জৈন্তাপুর উপজেলাকে হারিয়েছে।

ম্যাচ শুরুর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উক্ত টুর্ণামেন্টের আহবায়ক এ.এইচ.এম. মাহফুজুর রহমান, উপ-পরিচালক স্থানীয় সরকার মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম নুনু মিয়া, নির্বাহী অফিসার সুমন চন্দ্র দাশ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাজী এম.এ. সাত্তার ও ফেরদৌস আহমদ চৌধুরী রুহেল, যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য শমসের জামাল, দীপাল কুমার সিংহ, মাহমুদ হোসেন শাহীন ও  মো. রাজ্জাক হোসেন, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাসুক মিয়া, মো. সিরাজ উদ্দিন ও জাহান-ই-আলম নুরী রাহেল।

এএন/০৯