খেলা ডেস্ক
জুন ১৩, ২০২১
১০:২২ অপরাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২১
১০:২২ অপরাহ্ন
দীর্ঘ ২২ বছর পর ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতল নিউ জিল্যান্ড। এজবাস্টন টেস্টের চতুর্থ দিন রবিবার প্রথম সেশনে জো রুটের দলকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা। ম্যাচ সেরা হয়েছেন ম্যাট হেনরি ও সিরিজ সেরা ডেভন কনওয়ে ও ররি বার্নস।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩০৩ রানের জবাবে নিউ জিল্যান্ড করে ৩৮৮ রান। দ্বিতীয় ইনিংসে পেসারদের বিধ্বংসী বোলিংয়ে স্বাগতিকরা ১২২ রানে গুটিয়ে গেলে মাত্র ৩৮ রানের লক্ষ্য পায় নিউ জিল্যান্ড। অনায়াসেই জয় তুলে নেয় তারা।
দুই টেস্টের সিরিজটি ১-০ তে জিতেছে নিউ জিল্যান্ড। প্রথম টেস্ট হয়েছিল ড্র। ইংল্যান্ডের মাটিতে এটি তাদের তৃতীয় সিরিজ জয়। সবশেষ সিরিজ জিতেছিল ১৯৯৯ সালে।
হোম-অ্যাওয়ে মিলিয়ে ইংলিশদের বিপক্ষে নিউ জিল্যান্ডের এটি টানা তৃতীয় সিরিজ জয়। আগের দুটি তারা জিতেছিল ঘরের মাঠে।
ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে নিজেদের ভালোই ঝালিয়ে নিল নিউ জিল্যান্ড। আগামী শুক্রবার সাউথ্যাম্পটনে ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে দলটি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩০৩
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩৮৮
ইংল্যান্ড ২য় ইনিংস: ৪১.১ ওভারে ১২২ (স্টোন ১৫, উড ২৯*; হেনরি ১২-২-৩৬-৩, বোল্ট ১০.১-২-৩৪-২, ওয়্যাগনার ১০-১-১৮-৩, এজাজ ৯-৪-২৫-২)।
নিউ জিল্যান্ড ২য় ইনিংস: ১০.৫ ওভারে ৪১/২ (ল্যাথাম ২৩*, ইয়াং ৮*; অ্যান্ডারসন ৫-১-১১-০, ব্রড ৪-১-১৩-১, স্টোন ১-০-৫-১, উড ০.৫-০-৮-০)।
এএন/০৫