বিশ্বকাপ আয়োজন করেত চায় বাংলাদেশ

খেলা ডেস্ক


জুন ১৬, ২০২১
১১:৩১ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৬, ২০২১
১১:৩১ পূর্বাহ্ন



বিশ্বকাপ আয়োজন করেত চায় বাংলাদেশ


আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে চায় বাংলাদেশ। শুধু তাই নয়, এককভাবে না পারলেও যৌথভাবে বিশ্বকাপেরও আয়োজক হতে চায় বাংলাদেশ। 

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই জানালেন।

মিরপুরে ক্রিকেট বোর্ডের সভা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান বলেন, ‘বিশ্বকাপ পুরুষ ইভেন্টের জন্য অন্তত ১০টি ভেন্যু থাকতে হয়। সেটা এখন বাংলাদেশের জন্য কঠিন। এককভাবে বিশ্বকাপ আয়োজন বাংলাদেশের জন্য আপাতত সম্ভব না। তাই আমরা যৌথভাবে বিশ্বকাপ আয়োজনে আগ্রহী। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে কম ভেন্যু লাগে। এটা এককভাবে আয়োজনের ক্ষমতা বাংলাদেশের আছে। আমরা চ্যাম্পিয়নস ট্রফির জন্য আলাদাভাবে বিড করব। আর বিশ্বকাপের জন্য জয়েন্টলি বিড করব। এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে মিলে আমরা একসঙ্গে বিড করব।’

উল্লেখ্য, বিশ্বকাপের মতো জায়ান্ট ইভেন্ট আয়োজনের অভিজ্ঞতা বাংলাদেশের আছে। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ ছিল যৌথ আয়োজক। ভারত এবং শ্রীলংকার সঙ্গে মিলে বিশ্বকাপের আয়োজন করেছিল বিসিবি। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে এককভাবে। মাঝে এশিয়া কাপের আয়োজকও হয়েছিল বাংলাদেশ। আর ১৯৯৮ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ থেকেই। সেবার বাংলাদেশ খেলতে না পারলেও সফলভাবে সম্পন্ন হয়েছিল ৮ দলের নতুন টুর্নামেন্টি।

এএন/০৫