পাকিস্তান কোচের দায়িত্ব ছাড়লেন ইউনিস

খেলা ডেস্ক


জুন ২২, ২০২১
০৮:২১ পূর্বাহ্ন


আপডেট : জুন ২২, ২০২১
০৮:২১ পূর্বাহ্ন



পাকিস্তান কোচের দায়িত্ব ছাড়লেন ইউনিস


পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন সাবেক অধিনায়ক ইউনিস খান। দুই বছরের জন্য দায়িত্ব নেওয়া সাত মাস না যেতেই সরে দাঁড়ালেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে ‘দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে’ চুক্তি বাতিল করা হয়েছে।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘ইউনিস একজন অভিজ্ঞ ও দক্ষ ক্রিকেট বিশেষজ্ঞ। তাকে হারানোটা আমাদের জন্য দুঃখজনক। তবে এ সিদ্ধান্ত দুই পক্ষের সমঝোতার মাধ্যমেই হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের এখন ভিন্ন পথে হাঁটা উচিত।’

আগামী ২৫ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান দল ইংল্যান্ড সফর করবে। এর ঠিক আগে ইউনিসের এভাবে সরে যাওয়ার ফলে কোনো ব্যাটিং কোচ ছাড়াই সফরে যেতে হবে বাবর আজমদের। তবে এই সিরিজ খেলেই পাঁচ টি-টোয়েন্টি ও দুটো টেস্ট খেলতে এক মাসের ওয়েস্ট ইন্ডিজ সফর করার কথা পাকিস্তানের। তার আগেই ইউনিসের স্থানে কাউকে নিয়োগ দেওয়ার কথা ভাবছে পিসিবি।

এএন/০৫