খেলা ডেস্ক
জুন ২২, ২০২১
০৯:০২ পূর্বাহ্ন
আপডেট : জুন ২২, ২০২১
০৯:০২ পূর্বাহ্ন
পাকিস্তান সুপার লিগের ফাইনালে উঠেছে মুলতান সুলতানস। কোয়ালিফায়ারের ম্যাচে তারা ৩১ রানে হারিয়েছে দুবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদকে।
গতকাল সোমবার রাতে আবু ধাবিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে মুলতান প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮০ রান করে। শোয়েব মাকসুদ ৪১ বলে ৫৯ রান করেন। খুশদিল শাহ ২২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। এছাড়া শান মাসুদ ২৫, জনসন চার্লস ৪১ ও সোহেল তনভীর অপরাজিত ১২ রান করেন। দুটি করে উইকেট পান শাদব খান ও ফহীম আশরাফ।
জবাবে ব্যাট করতে নেমে ইসলামাবাদ ১৪৯ রানে গুটিয়ে যায়। উসমান খোওয়াজা একা ৭০ রান করেন। দলের চারজন ব্যাটসম্যান শূন্য রাতে আউট হন। তনভীর ১৭ রানে ও মুজারাবানি ৩১ রানে ৩টি করে উইকেট পান। ইমরান তাহির নেন ২টি উইকেট। ম্যাচের সেরা হয়েছেন তনভীর।
এএন/০৭