বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ শেষ মুশফিকের

খেলা ডেস্ক


জুন ২২, ২০২১
০৯:১৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ২২, ২০২১
০৯:১৮ পূর্বাহ্ন



বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ শেষ মুশফিকের


বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি থেকে ছিটকে পড়লেন মুশফিকুর রহিম। বাম হাতের আঙ্গুলের চোটে কারণে আবাহনী লিমিটেড সুপার লিগের পরের ম্যাচগুলোতে পাচ্ছে না তাদের অধিনায়ককে। এর আগে আরেক তারকা ব্যাটসম্যান তামিম ইকবালের লিগ শেষ হয় একই কারণে।

বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী আজ (মঙ্গলবার) গণমাধ্যমকে জানান, সামান্য চিড় ধরা পড়েছে মুশিফকের বা হাতের তর্জনী আঙ্গুলে, ‘আজ সকালে মুশফিকের হাতে সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যানে বাম হাতের ইনডেক্স ফিঙ্গারে একটা ছোট হেয়ারলাইন চিড়ের অস্তিত্ব দেখা গেছে। আপাতত আমরা তাকে এক সপ্তাহের জন্য বিশ্রাম নিতে বলেছি।’

এই চিকিৎসক বলেন, ‘এক সপ্তাহ পরে আমরা আবার রিভিউ করব। যেহেতু হেয়ারলাইন চিড়, আশা করছি সেরে উঠতে খুব একটা লম্বা সময় নেবে না।’

সুপার লিগে এই নিয়ে তিনজন বড় তারকা ছিটকে গেলেন। সাকিব আল হাসান ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। হাঁটুর চোটে বিশ্রামে গেছেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল।

সুপার লিগে আবাহনীর আর তিন ম্যাচ বাকি আছে। পয়েন্ট টেবিলে সেরা দুইয়ের মধ্যে থাকা বর্তমান চ্যাম্পিয়নদের সামনে শিরোপা ধরে রাখার হাতছানি। তবে এবারের প্রিমিয়ার লিগে মুশফিক ১৩ ম্যাচে দুই ফিফটিতে করেছেন ২৬৭ রান। 

এএন/০৮