বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি প্রকাশ

খেলা ডেস্ক


জুন ২২, ২০২১
০৭:২৩ অপরাহ্ন


আপডেট : জুন ২২, ২০২১
০৭:২৩ অপরাহ্ন



বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি প্রকাশ


করোনায় বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর অনিশ্চয়তার মুখে পড়েছিল। অবশেষে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড দ্বিপক্ষীয় এই সিরিজের জন্য পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন, আমরা সফরের ব্যাপারে আশাবাদী। তবে যতক্ষণ না তারা সূচি প্রকাশ করছে ততক্ষণ নিশ্চিন্ত হতে পারছি না। এরপর মঙ্গলবার রাতেই সূচি প্রকাশ করে জিম্বাবুয়ে।

দলটির বিরুদ্ধে তিন ওয়ানডে, সমান টি-টোয়েন্টি এবং এক টেস্ট খেলবে বাংলাদেশ দল। ৭ জুলাই টেস্ট দিয়ে শুরু হবে লড়াই। এরপর ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে ৫০ ওভারের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ জুলাই। এরপর কুড়ি ওভারের ম্যাচগুলো হবে ২৩, ২৫ ও ২৬ জুলাই। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে টেস্ট ও ওয়ানডেগুলে। টি-টোয়েন্টি শুরু হবে বিকেল ৪টায়।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, চলতি মাসের ২৮ কিংবা ২৯ তারিখ জিম্বাবুয়ের উদ্দেশে বিমানে চড়তে পারে বাংলাদেশ দল। এজন্য দুদিনের মধ্যেই টেস্ট দল ঘোষণা করা হবে। অন্যান্য সফরে গিয়ে সাত কিংবা তিন দিনের কোয়ারেন্টাইন পালন করতে হয়। তবে জিম্বাবুয়েতে এক দিনের কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশ দল।

পূর্ণাঙ্গ সূচি

একমাত্র টেস্ট : ৭-১১ জুলাই

প্রথম ওয়ানডে : ১৬ জুলাই

দ্বিতীয় ওয়ানডে : ১৮ জুলাই

তৃতীয় ওয়ানডে : ২০ জুলাই

প্রথম টি-টোয়েন্টি : ২৩ জুলাই

দ্বিতীয় টি-টোয়েন্টি : ২৫ জুলাই

তৃতীয় টি-টোয়েন্টি : ২৭ জুলাই

এএন/০২