খেলা ডেস্ক
জুন ২৫, ২০২১
০৮:১০ অপরাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২১
০৮:১০ অপরাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপ অক্টোবর-নভেম্বরে হওয়া অনেকটাই নিশ্চিত। কিন্তু এখন পর্যন্ত নিশ্চয়তা আসেনি ভেন্যুর ব্যাপারে। এবারের বিশ্বকাপের স্বাগতিক ভারত। যদিও দেশটির করোনা পরিস্থিতির কারণে সেখানে টুর্নামেন্ট হওয়া নিয়ে শঙ্কা ছিল সবসময়।
এবার ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। ১৬ দল নিয়ে টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৭ অক্টোবর আর ফাইনাল হবে ১৪ নভেম্বর। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি।
ক্রিকইনফো জানিয়েছে, আইপিএলের পরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত মে মাসে হঠাৎ জৈব সুরক্ষা বলয় ভেঙে করোনা ঢুকে পড়ায় মাঝপথেই স্থগিত করা হয় আইপিএল। প্রথম রাউন্ডের ১২ ম্যাচ ওমান ও আরব আমিরাত মিলিয়ে করার পরিকল্পনা রয়েছে আইসিসির। নির্ধারিত সময়ে সেরা ৮ দলের একটি না হওয়ায় বাংলাদেশকেও খেলতে হবে এই পর্বে। এরপর এখানকার ৪ দল গিয়ে যোগ হবে র্যাঙ্কিংয়ের সেরা আট দলের সঙ্গে।
এই আট দলের সঙ্গে যোগ হওয়া ৪ দল মিলিয়ে হবে সুপার টুয়েলভ। এই পর্বের সবগুলো ম্যাচই হবে আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবুধাবি এবং শারজাহতে।
এএন/০৪