খেলা ডেস্ক
জুন ২৯, ২০২১
১২:১৯ অপরাহ্ন
আপডেট : জুন ২৯, ২০২১
০৩:৫৭ অপরাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিন ঘোষণা করেছে আইসিসি। সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে ১৭ অক্টোবর পর্দা উঠছে বিশ্বকাপের। ফাইনাল হবে ১৪ নভেম্বর। ভারতে খেলা হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে সরিয়ে নেওয়া হয়েছে।
ভারতীয় বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি বলেন, “বিসিসিআই মুখিয়ে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য। আরব আমিরার এবং ওমানে আয়োজন করা হবে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে আয়োজন করতে পারলে আরও খুশি হতাম। তবে দেশের করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। সেই কারণে আরব এবং ওমানে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।”
দুবাই, আবুধাবি, শারজা এবং মাসকাট এই চার জায়গায় খেলা হবে বলে জানিয়েছে আইসিসি। আইসিসি-র সিইও জিয়োফ অ্যালার্ডিস বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ যাতে সুষ্ঠুভাবে হয়, সেটা দেখা আমাদের দায়িত্ব। ভারতে এই প্রতিযোগিতা আয়োজন করতে না পেরে আমরা দুঃখিত। ভারতীয় বোর্ড, আমিরাত ক্রিকেট বোর্ড এবং ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা এমন ভাবে এই প্রতিযোগিতা আয়োজন করতে চাই, যাতে সমর্থকরা উপভোগ করতে পারেন।”
আমিরশাহি ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি বলেন, “ভারতীয় বোর্ড এবং আইসিসি আমাদের ওপর বিশ্বাস রাখায় আমরা গর্বিত। সুষ্ঠুভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বেশ কিছু প্রতিযোগিতা আয়োজন করার পর এই টুর্নামেন্টটি আয়োজন করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।”
ওমান ক্রিকেট বোর্ডের প্রধান পঙ্কজ খিমজি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার জন্য ওমানকে বেছে নেওয়া দেশের জন্য বড় মুহূর্ত। ভারতীয় বোর্ড এবং আইসিসিকে সাহায্য করার জন্য আমরা সব রকম চেষ্টা করব। সমস্ত দলকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”
এএন/০৮