খেলা ডেস্ক
জুন ৩০, ২০২১
০১:২৩ অপরাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২১
০১:২৩ অপরাহ্ন
দশ দিনের বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া খেলবে ৫ ম্যাচ! জুলাই মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে দলটি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হলেও অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে অবস্থান হবে অতি সংক্ষিপ্ত। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন এক সপ্তাহের মধ্যে সবগুলো ম্যাচ আয়োজন করতে চান তারা।
বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় সফর নিয়ে অতি সতর্ক পথে হাঁটতে চায় অজিরা। বিসিবির কাছে তাই তাদের বেশি কিছু চাহিদার কথাও জানিয়ে রেখেছে। কড়া জৈব সুরক্ষা বলয়ের পাশাপাশি বিশেষ ইমিগ্রেশন সুবিধা, সম্পূর্ণ আলাদা হোটেলে অবস্থানসহ সবগুলো চাহিদা পূরণের পথেও আছে বিসিবি।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আকরাম জানান, দেশে করোনা পরিস্থিতি খারাপ হলেও অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কোন শঙ্কা নেই, ‘আমরা কাজ করছি। এখন পর্যন্ত সব কিছু নিশ্চিত আছে। ওরা যাই চাচ্ছে আমরা তা করার চেষ্টা করছি। প্রায় সব কাজই শেষ। ৯০-৯৫% কাজ হয়ে গেছে। আমরা ধরে নিতে পারি যদি ভবিষ্যতে খুব খারাপ কিছু না হয় তাহলে ওরা আসবে। ওরা যেই সব সুযোগ সুবিধা চাইছে সেগুলো আমরা সম্পূর্ণ করছি।’
সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আকরাম জানান, ২ অগাস্ট থেকে শুরু হয়ে ৮ অগাস্ট সিরিজ শেষ হয়ে যাবে, ‘অস্ট্রেলিয়া সূচি - ২ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে ৫টা টি-টোয়েন্টি খেলব। একই ভেন্যু, সেটা মিরপুরে।’
সব মিলিয়ে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে অবস্থান ১০ দিনের বেশি হবে না।
এএন/১০