টাইগারদের সবাই করোনামুক্ত, সাকিবের যোগদান

খেলা ডেস্ক


জুলাই ০১, ২০২১
০৬:২১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২১
০৬:২২ পূর্বাহ্ন



টাইগারদের সবাই করোনামুক্ত, সাকিবের যোগদান
বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর


জিম্বাবুয়েতে প্রথম ধাপের করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সব ক্রিকেটার ও কোচিং স্টাফের ফলাফল নেগেটিভ এসেছে। হারারেতে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা না থাকায়, আজ থেকেই অনুশীলনে নামতে পারবে টাইগাররা। এদিকে, যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত ছুটি শেষে জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।

ঢাকা থেকে দোহা ও জোহানেসবার্গ হয়ে রবার্ট গ্যাব্রিয়েল মুগাবে আন্তর্জাতিক বিমানবন্দরে মুশফিক-তাসকিনরা। মাঝে কেটে গেছে দীর্ঘ ২১ ঘণ্টা। চোখেমুখে ভ্রমণক্লান্তি স্পষ্ট। মাস জুড়ে হারারের আলো-বাতাসই হবে সঙ্গী।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৮ বছর পর জিম্বাবুয়েতে গেছে টাইগাররা। এক ম্যাচের টেস্ট দিয়ে শুরু সিরিজ। বিমানবন্দরে নিজের ব্যাগ যেভাবে খুঁজে নিতে হয়েছে, সাদা পোশাকের অধিনায়ক মুমিনুলকে মাঠের পারফরম্যান্সের মন্ত্রটাও খুঁজে নিতে হবে সেভাবেই।

৭ জুলাই টেস্ট ম্যাচ শুরুর আগে প্রস্তুতির সুযোগ পাবে ডমিঙ্গোর দল। ৩ ও ৪ জুলাই স্থানীয় দলের বিপক্ষে একটি দু'দিনের অনুশীলন ম্যাচ খেলার কথা সফররতদের। যদিও সে ম্যাচের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।

ঢাকা প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব খেলে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গিয়েছিলেন সাকিব। এরিমধ্যে সেখান থেকে সরাসরি জিম্বাবুয়েতে গেছেন। বিশ্বসেরা অলরাউন্ডারের অবস্থান এখন হারারের টিম হোটেল ক্রেস্টা লজেই।

বাংলাদেশ থেকে আফ্রিকার দেশটিতে পৌঁছানোর পর এক দফা হয়েছে কোভিড টেস্ট। সুখবর হচ্ছে, প্রথম ধাপে সফরে যাওয়া ১৮ ক্রিকেটার ও কোচিং স্টাফের ফলাফল নেগেটিভ এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোভা পাচ্ছে টিম লিডার ও কোচদের হাস্যোজ্জ্বল ছবি।

তবে, অতিথিদের হাসিমুখ মলিন করে দিতে বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে স্বাগতিকরা। ওল্ড হারারিয়ান্স স্পোর্টস ক্লাব মাঠে নিজেদের মধ্যে ম্যাচও খেলেছে জিম্বাবুইয়ানরা।

তামিম-মুশফিক-মুমিনুলদের ঝামেলায় ফেলতে পেস বোলিংটা ঝালিয়ে নিয়েছেন চাতারা-মুজারাবানিরা। ভিডিও দেখে প্রস্তুতি ম্যাচের ভুলত্রুটি পর্যবেক্ষণ করছে ব্যাটসম্যানরাও। ঘরের মাটিতে এ সিরিজ নিয়ে বেশ সিরিয়াস লালচাঁদ রাজপুতের ছাত্ররা।

এএন/০৪