দর্শক উপস্থিতিতে এবার অ্যাশেজ সিরিজ

খেলা ডেস্ক


জুলাই ০১, ২০২১
০৬:৪২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২১
০৬:৪২ পূর্বাহ্ন



দর্শক উপস্থিতিতে এবার অ্যাশেজ সিরিজ


দর্শকদের জন্য সুখবর নিয়ে আসছে অ্যাশেজ। এবার চারটি ম্যাচে শতভাগ দর্শক থাকবে।

করোনা মহামারিতে মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত অনেক দর্শক। কিছু কিছু খেলায় সীমিত আকারে দর্শক প্রবেশের সুযোগ থাকলেও বেশিরভাগ মাঠে প্রবেশের অনুমতি নেই। তবে এবার দর্শকদের জন্য সুখবর নিয়ে আসছে অ্যাশেজ।

আগামী ৮ ডিসেম্বর শুরু হবে অ্যাশেজ। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, এবার চারটি ম্যাচে শতভাগ দর্শক থাকবে। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ৮৫ শতাংশ দর্শক থাকবে।

সবশেষ ২০১৯ সালে অ্যাশেজ মাঠে গড়িয়েছিল। সেই সিরিজ ২-২ ড্র হয়েছিল। তারও আগে ২০১৭ সালে জয়ী হয়েছিল অস্ট্রেলিয়া।

আসন্ন অ্যাশেজে পাঁচ ম্যাচের মধ্যে একটি ম্যাচে খেলা হবে গোলাপি বল দিয়ে। দিবারাত্রির সেই ম্যাচ অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে।

১৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর ২৬ ডিসেম্বর তৃতীয় টেস্ট মাঠে গড়াবে মেলবোর্নে। সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৫ জানুয়ারি সিডনি এবং শেষ টেস্ট শুরু হবে ১৪ জানুয়ারি পার্থে।

এএন/০৫