ইতিহাস গড়া মিতালি এখন ‘লেডি শচীন টেন্ডুলকার’

খেলা ডেস্ক


জুলাই ০৪, ২০২১
০৪:০১ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২১
০৪:০১ অপরাহ্ন



ইতিহাস গড়া মিতালি এখন ‘লেডি শচীন টেন্ডুলকার’


‘লেডি শচীন টেন্ডুলকার’। দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে এই নামেও সম্বোধন করা হয়েছে মিতালি রাজকে। হবে না-ই বা কেন। নিজের পারফরম্যান্সেই তো তা প্রমাণ করে দিয়েছেন তিনি। বিশ্বের একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে বিরল রেকর্ডের মালিক হওয়ার পরই মাস্টার ব্লাস্টারের সঙ্গে মিতালিকে এক আসনে বসাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডে-তে ৮৬ বলে অপরাজিত ৭৫ রানের মারকাটারি ইনিংস খেলেন ভারত অধিনায়ক মিতালি। আর তাতেই তৈরি হয় ইতিহাস। ইংল্যান্ডের মাটিতেই প্রাক্তন ইংলিশ তারকা শারলট এডওয়ার্ডসকে পিছনে ফেলে তিন ফরম্যাটে সর্বোচ্চ রানের মালকিন হয়ে যান ৩৮ বছরের মিতালি। বিশ্বের এই দুই মহিলা ক্রিকেটারের ঝুলিতেই রয়েছে ১০ হাজার আন্তর্জাতিক রান। আর এদিন এডওয়ার্সকে  ছাপিয়ে ১০,২৭৩ রান নিয়ে শীর্ষে পৌঁছে যান দেশের সবচেয়ে সফল অধিনায়িকা। মিতালির নজির গড়ার দিনে ইংল্যান্ডকে হারিয়েই সেলিব্রেশনে মাতে ভারতীয় প্রমিলাবাহিনী। সেই সঙ্গে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকেও রক্ষা পায় দল।

এই অনবদ্য সাফল্যকে সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ জানায় ভারতীয় বোর্ড। শচীনের সঙ্গে মিতালির একটি ছবি পোস্ট করে লেখে, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের দুই মালিক। অর্থাৎ অমূল্য দুই রত্নই ভারতীয়।

এএন/০১