খেলা ডেস্ক
জুলাই ০৪, ২০২১
০৪:৪১ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৪, ২০২১
০৪:৪১ অপরাহ্ন
জিম্বাবুয়ের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের পর বোলিং দারুণ প্রস্তুতি হয়েছে টাইগারদের। সাকিব আল হাসানের সঙ্গে তাসকিন–শরিফুল–মিরাজরা ভালোই ঝালিয়ে নিয়েছেনগ তকাল। জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে।
২ উইকেটে ৩১৩ রানেই দ্বিতীয় দিনের শুরুতে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। গতকাল ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ অলআউট ২০২ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ তুলেছে কোনো উইকেট না হারিয়ে ২২ রান। বাংলাদেশের স্বস্তি, চোট সংশয় দূর করে তামিম ইকবাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছেন। চোট সতর্কতায় প্রথম ইনিংসে তিনি ব্যাটিং করেননি। একই কারণে ব্যাটিংয়ে নামেননি মুশফিকুর রহিমও।
জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই শুম্ভার উইকেট তুলে নেন শরিফুল। দলীয় ৫৩ রানে মুডজিনগাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ইবাদত হোসেন। বোলিং করতে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন সাকিব আল হাসান। কাইতানোকে বোল্ড করেন তিনি। ৩ উইকেটে ৭৪ রানে প্রথম সেশন শেষ করে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ।
মধ্যাহ্ন বিরতির পর মায়ার্সকে বোল্ড করেন সাকিব। জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের পরের দিকের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের বিপক্ষে আর তেমন সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা । টিমাইসেন মারুমার ৫৮ রানের ইনিংসের কল্যাণে তৃতীয় সেশনের শেষ দিকে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ প্রথম ইনিংসে অলআউট ২০২ রান করে। সাকিব ও মিরাজ ৩টি, শরিফুল ২টি এবং ইবাদত–তাসকিন নিয়েছেন ১টি করে উইকেট।
এএন/০৩