তামিম বিহীন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক


জুলাই ০৭, ২০২১
০৫:৩৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৭, ২০২১
০৫:৩৭ পূর্বাহ্ন



তামিম বিহীন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বেলা দেড়টায় খেলা শুরু হয়।

একমাত্র টেস্টে একাদশে স্থান হয়নি পেসার তাসকিন আহমেদের। তামিম ইকবালের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা থাকলেও ইনজুরিতে বাদ পড়েছেন এই ওপেনার।

হাঁটুর চোটে ভোগা তামিম না থাকলেও ফিরেছেন সাকিব আল হাসান, সাদমান ইসলাম ও মাহমুদউল্লাহ। তামিমের জায়গায় সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দলে সুযোগ পেলেন এই ব্যাটসম্যান। সাকিবও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দলে ফিরলেন। অন্যদিকে ১৬ মাস পর টেস্ট দলে ফিরলেন মাহমুদউল্লাহ।

আরসি-১১