প্রথম দিনে টাইগারদের সংগ্রহ ২৯৪ রান

খেলা ডেস্ক


জুলাই ০৭, ২০২১
০২:০৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৭, ২০২১
০৩:২৩ অপরাহ্ন



প্রথম দিনে টাইগারদের সংগ্রহ ২৯৪ রান

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলীয় ৮ রানেই সাজঘরে ফিরে যান সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। এরপর শুরুর ধাক্কা সামাল দেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও তরুণ ওপেনার সাদমান ইসলাম।

কিন্তু ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি সাদমান। জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভারের ফুলার লেন্থ বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন তিনি। আউট হওয়ার আগে ৬৪ বলে ৪ বাউন্ডারিতে খেলেন ২৩ রানের ইনিংস। মুমিনুল ও সাদমানের জুটিতে আসে ৬০ রান।

সাদমান আউট হওয়ার পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। কিন্তু ব্যক্তিগত ১১ রানে ফিরে যান তিনি। দ্রুতই ফিরেন সাকিব আল হাসানও (৩)। তবে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন অধিনায়ক মুমিনুল। আউট হওয়ার আগে করেন খেলেন ৭০ রানের ইনিংস।

এদিকে দল যখন দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছিল তখন ক্রিজে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট দলের ভাবনায় না থাকা এই ক্রিকেটার ১৬ মাস পর দলে ডাক পেয়ে খেললেন সময়োপযোগী কার্যকরী এক ইনিংস। মুজারাবানির বলে ইনসাইড এজে চার হলে হাফসেঞ্চুরির দেখা পান মাহমুদউল্লাহ। ১৩৩ বলে তুলে নেন ক্যারিয়ারের ১৭তম ফিফটি। দৃড়চিত মনোবলে সম্পূর্ণ টেস্ট মেজাজে মাহমুদউল্লাহ ব্যাটিং করে দলকে করেছেন বিপদমুক্ত। তার ইনিংসে চারের মার ছিল মাত্র ৫টি। মাহমুদউল্লাহ সর্বশেষ ফিফটি করেছিলেন ২০১৯ সালের মার্চে, নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে। প্রায় এক বছর পর পাকিস্তানের বিপক্ষে বাজে পারফরম্যান্স করে বাদ পড়েন দল থেকে। এবার ফিরেই জানান দিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি।

সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থেকে সাজঘরে ফিরেন লিটন দাস। দলের দুঃসময়ে কার্যকরী ইনিংস খেলে বাংলাদেশকে ফিরিয়েছিলেন বিপর্যয় থেকে। হাফসেঞ্চুরির পর একটু একটু করে এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকা অবস্থায় ডোনাল্ড টিরিপানোর বলে খেলেছিলেন ফাইনলেগে; ডাইভ দিয়ে বল তালুবন্দি করেন নাইউচি। আউট হওয়ার আগে লিটন ১৪৭ বলে ১৩ চারে ৯৫ রান করেন।

লিটনের ২৪ টেস্টের ক্যারিয়ারে কোনো সেঞ্চুরি ছিল না; হাফসেঞ্চুরি ৮টি। সর্বোচ্চ ছিল ৯৪। এবার সুযোগ ছিল তিন অঙ্কের ঘর ছোঁয়ার। কিন্তু মাত্র ১ রান বেশি করে হার মেনে গেলেন! আগামীকাল ব্যাটিংয়ে নামবেন তাসকিন (১৩) মাহমুদউল্লাহ (৫৪)।

স্কোর: ২৯৪/৮ (৮৩ ওভার)

ব্যাটসম্যান: তাসকিন ১৩*, মাহমুদউল্লাহ ৫৪*।

আউট: সাইফ ০, শান্ত ২, সাদমান ২৩, মুশফিকুর রহিম ১১, সাকিব আল হাসান ৩, মুমিনুল ৭০, লিটন ৯৫, মিরাজ ০।

আরসি-১৫