ক্রীড়া প্রতিবেদক
জুলাই ১৩, ২০২১
০৩:৫৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৩, ২০২১
০৩:৫৪ অপরাহ্ন
অধিনয়ক অ্যান্ডি ব্যালবির্নির শতকে (১০২) দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজি ১-০ এগিয়ে গেল আয়ারল্যান্ড। প্রথম ম্যাচটি প্ররিত্যক্ত হয়েছিল।
আজ ডাবলিনে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক অধিনয়ক অ্যান্ডি ব্যালবির্নির শতক ১০২, হ্যারি টেক্টরের ৭৯, জর্জ ডকরেলের ৪৫ ও অ্যান্ডি ম্যাকব্রায়ান ৩০ রানের কল্যাণে ২৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তুলে আয়ারল্যান্ড।
অ্যান্ডিল ফিলুকুয়ে ২টি, কাগিসু রাবাদা, কেশভ মেহেরাজ ও তাবরাইজ সমাসি ১টি করে উইকেট পান।
জবাবে দক্ষিণ আফ্রিকা জানেম্যান মালানের ৮৪, দুসেনের ৪৯ ও ডেভিড মিলারের ২৪ রানের সুবাধে ২৪৭ রানে গুটিয়ে যায়। স্বাগতিকরা ম্যাচ জিতে নেয় ৪৩ রানে।
মার্ক আদিয়ার, অ্যান্ডি ম্যাকব্রায়ান ও জশ লিটল ২টি করে উইকেট পান।
সিরিজ মাচটি শুক্রবার অনুষ্ঠিত হবে।
এএন/০২