খেলা ডেস্ক
জুলাই ১৩, ২০২১
০৪:২৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৩, ২০২১
০৪:২৪ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সুরক্ষা বলয়ের কঠিন নিয়মের কারণে বাতিল হচ্ছে মুশফিক রহিমের ছুটি। তাকে রেখে দেওয়া হচ্ছে টি-টোয়েন্টি সিরিজেও। বেশ আগেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন মুশফিক। ওয়ানডে সিরিজ খেলে তার দেশে ফেরার কথা ছিল।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এই খবর জানান।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৯ জুলাই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ে সফর শেষ করে ওইদিন দেশে ফিরবে টাইগাররা। ফিরেই তাদের ঢুকতে হবে হোটেলে সুরক্ষা বলয়ে।
এই সিরিজ সামনে রেখে বিসিবিকে বেশ কিছু কঠিন শর্ত দিয়েছে অস্ট্রেলিয়া। তার একটি সিরিজে খেলা ক্রিকেটারদের অন্তত ১০ দিন আগে সুরক্ষা বলয়ে থাকতে হবে। জিম্বাবুয়েতে বলয়ের মধ্যেই সিরিজ খেলছে বাংলাদেশ। কিন্তু মুশফিককে আগেভাগে দেশে ফিরতে হলে বলয় ভাঙ্গতে হবে।
এমনিতে ওয়ানডে সিরিজ শেষ করে ২২ জুলাই দেশে ফেরার কথা ছিল মুশফিকের। যাওয়ার কথা ছিল পরিবারের কাছে। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজ খেলতে গেলে সেটা আর সম্ভব হচ্ছে না।
প্রধান নির্বাচক জানান, মুশফিক ছাড়াও টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকা আরও ক্রিকেটারদের রেখে দেওয়া হবে দলের সঙ্গে, ‘অস্ট্রেলিয়া সিরিজের আগে সবাইকে অন্তত ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। আমাদের পরিকল্পনা হলো ওয়ানডে দলের আরও দুএকজনকেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলে রেখে দেব। হঠাৎ কেউ অসুস্থ হতে পারে, কাজেই আমরা কোন ঝুঁকি নেব না। আপাতত সিদ্ধান্ত হলো মুশফিক থেকে যাবে, তবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে ১৫ তারিখের মুশফিকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
অগাস্টের প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
এএন/০২